এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: উগ্রপন্থি মতবাদের সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
শনিবার বেলা ১০টার দিকে মিছিল সহকারে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন দলটির নেতা কর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন ও জেলা জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম।
মিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকায় পথসভায় বক্তৃতা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান, পৌর জামায়াতের আমীর মো. রফিকুল ইসলাম, জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, মাওলানা আব্দুল বারী ও মাওলানা মাকসুদ আলী খান।
বক্তারা ইসকন নিষিদ্ধের দাবিতে ও আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকরিদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।