তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরের বালিজুরী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
আর বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীগন লিখিত ভাবে এর সমাধানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)এর কাছে আবেদন জানিয়েছে।
বৃহস্পতিবার(২৮ নভেম্বর)সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম এর কায্যালয়ে বিদ্যালয়ের ১৬জন শিক্ষক, কর্মচারীগন ও স্থানীয় গনমান্য ব্যক্তিগন উপস্থিত হয়ে এ আবেদন করেছেন।
লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে, আমরা অত্র বিদ্যালয়ের নিম্ন স্বাক্ষরকারী শিক্ষক- কর্মচারী বৃন্দ। বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ শাহিমা খাতুন এর বিভিন্ন কার্যকলাপে আমরা অসন্তোষ জ্ঞাপন করছি। তার বিভিন্ন কারণের মধ্যে উল্লেখিত কারণ হল, বিদ্যালয় পরিচালনা করতে ব্যর্থ,হিসাব নিকাশে সচ্ছতা না থাকা,শিক্ষক সংকট অবস্থায় শ্রেণিকক্ষে যেতে অনিচ্ছুক,ক্লাস মনিটরিং না করা,শিক্ষকদের সাথে দূর্ব্যবহার করা ও সমন্বয়হীন কাজ, বেসরকারি ভাতা দিতে গরিমসি করা।
শিক্ষকগনের পক্ষে আব্দুল ওয়াহিদ জানান, বিদ্যালয়ের স্বার্থে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদ পরিবর্তন করে সিনিয়র ভিত্তিতে স্কুলের সমস্যা সমাধানের জন্য পরবর্তী শিক্ষককে দায়িত্ব প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে বলেছি।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান,আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।