চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ২০২৪ সালের জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার বেলা ১১ টায় শহীদ সাটু হল মিলনায়তনে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আফাজ উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, সিভিল সার্জন ডাঃ এসএম মাহমুদুর রশীদ, নিহত মোঃ তারেকের বাবা মোঃ আসাদুর ইসলাম, নিহত মতিউর রহমানের স্ত্রী মোসাঃ নুরুন্নাহার, আহত গুলিবিদ্ধ ছাত্র মোঃ ইমাম হোসেন, এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আব্দুর রাহিম প্রমুখ।
সভায় ২০২৪ সালের জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যূত্থান নিয়ে “জুলাই অনির্বাণ” প্রমাণ্যচিত্র প্রর্দশিত হয়।
আলোচনাসভা শেষে জেলা পরিষদের তহবিল থেকে নিহত ২ জনের পরিবারকে এক লাখ টাকা করে এবং আহত ১১ জনের পরিবারকে ২০ হাজার টাকার অনুদানের চেকসহ উপহার তুলে দেন অতিথিরা। শেষে নিহতদের মাগফেরাত ও আহতদের সুন্থ্যতা কামনা করে মোনাজাত করা হয়। সভার শুরুতে আহত ও নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।