মজিবর রহমান,মঠবাড়িয়া (পিরোজপুর)প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নুর মোহাম্মদ (২৩) নামে এক মাদক কারবারি কে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন মোবাইল কোর্ট।
শনিবার (৩০ নভেম্বর) সকালে পৌর সভার বাসস্ট্যান্ডে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম।
এ সময় মাদকদ্রব্যসহ তুষখালী গ্রামের ফারুক কাজীর ছেলে নুর মোহাম্মদ কে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুইশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ুম গণমাধ্যমকে জানান,মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট নিয়মিত চলমান থাকবে।