মহিউদ্দিন সাগর, চট্টগ্রাম নগর প্রতিনিধি: বন্দর নগরী চট্টগ্রামের আকবরশাহ থানাধীন নান্দনিক পাহাড় বেষ্টিত উত্তর লেকসিটি হাউজিং সোসাইটির কার্যকরী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে নগরীর একটি আভিজাত্যপূর্ণ রেস্তোরায় সকল প্লট মালিকদের উপস্থিতিতে আয়োজিত উক্ত আয়োজনে এড.মোহাম্মদ সেকান্দর বাদশা'র সভাপতিত্বে এবং মো: ইমরুল হায়দার এর পরিচালনায় পবিত্র কোরআন তেলোয়াত করেন সামছুল আলম এফসিএ।
আয়োজিত উক্ত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহানগর পিপি ও চট্টগ্রাম মহানগর বিএনপি'র যুগ্ন আহবায়ক এড.মো: আবদুস সাত্তার, দ্রুত বিচার ট্রাইবুনাল'র পিপি এড.এস.ইউ.এম. নুরুল ইসলাম,সাইবার ট্রাইব্যুনাল'র পিপি এড.সেলিম উদ্দিন শাহিন,ইসলামি লইয়ার্স কাউন্সিল'র সাধারণ সম্পাদক এড.সামছুল আলম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি'র লাইব্রেরি সেক্রেটারি এড.আহমেদ কবির করিম। এসময় সভাপতির সূচনা বক্তব্যের পর সভার আলোচ্যসূচীর উপর বক্তব্য রাখেন উত্তর লেকসিটি বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি ফরহাদ হাচান, সামছুল আলম এফসিএ, মোক্তাদের মাওলা, নুরুল আকতার, সামছুল আলম, মুসলিম উদ্দিন প্রমুখ।
সোসাইটি সদস্যদের বক্তব্যের পর সভার সভাপতি আলোচ্যসুচীর উপর সিদ্ধান্ত দিয়ে সভার সদস্যদের সর্বসম্মতিক্রমে এড. মোহাম্মদ সেকান্দার বাদশাকে সভাপতি এবং ইমরুল হায়দারকে সাধারন সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট একটি নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি সামসুল আলম এফসিএ,সহ সভাপতি মুসলিম উদ্দিন,সহ সাধারণ সম্পাদক এড.নূরুল আমিন, সাংগঠনিক সম্পাদক মোক্তাদির মাওলা,অর্থ সম্পাদক ফরহাদ হাসান,প্রচার সম্পাদক শামসুল আলম,সহ প্রচার সম্পাদক এড.রাশেদুল ইসলাম,দপ্তর সম্পাদক মারুফ শিকদার,নকশা ও পরিকল্পনা সম্পাদক আব্দুর রহিম বাবু,নির্বাহী সদস্য এস. এম. ইব্রাহীম,নূরুল আকতার,সাখাওয়াত হোসেন, রেজাউল ইসলাম শাহেদ। এসময় উত্তর লেকসিটি হাউজিং সোসাইটির সকল প্লট মালিকগণ সেখানে উপস্থিত ছিলেন।