গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে চাঁদের হাট অগ্রদূত শাখা ও স্বজন সমাবেশের উদ্যোগে পলাশকান্দা ট্র্র্যাজেডি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩০ নভেম্বর৪) প্রভাতফেরি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং মোড়ে মোড়ে ‘পলাশকান্দা ট্র্যাজেডি’র বর্ণনা করা হয়। শহিদদের শ্রদ্ধা জানিয়ে বিজয়’৭১-এ শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বজন সমাবেশের সহসভাপতি কবি শামীমা খানম মীনা। সঞ্চালনা করেন চাঁদের হাট অগ্রদূত শাখার সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমেনীন। ৭১’র রণাঙ্গন ও পলাশকান্দা ট্রাজেডি’র ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন।
বক্তব্য রাখেন উদীচী গৌরীপুর সংসদের সভাপতি ওবায়দুর রহমান, স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, ব্যবসায়ী চন্দন এস প্রমুখ। সংগীত পরিবেশন করেন উপজেলা স্বজনের সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, আমিরুল মোমেনীন, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, নারগিস আক্তার, মাহমুদা আক্তার লিপি, মাহমুদা আক্তার রিপা।
১৯৭১ এর এই দিনে ময়মনসিংহের গৌরীপুরে পাক হানাদার বাহিনীর সাথে এক সম্মুখযুদ্ধে পলাশকান্দায় শহীদ হন মুক্তিযোদ্ধা সিরাজ, মনজু, মতি ও জসিম।