ঢাকা
১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৩:০৬
logo
প্রকাশিত : নভেম্বর ৩০, ২০২৪

হবিগঞ্জে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও মেলা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও মেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডিপি) প্রকল্পের আওতায় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগীতায় এই সেমিনার ও মেলা আয়োজন করা হয়।

শনিবার (৩০ নভেম্বর) হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের চিফ সায়েন্টিফ অফিসার ড. মাহমুদুল ইসলাম নজরুল। সঞ্চালনা করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি যান্ত্রিকীকরণ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক আব্দুল্লাহ
আল মাসুম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, বাংলাদেশের কৃষিখাতের প্রেক্ষাপটে যেসব কৃষি যন্ত্রপাতি প্রয়োজন সেসব টেকসই যন্ত্রপাতি আমাদের দেশে তৈরি করতে হবে। এজন্য গবেষণা প্রতিষ্ঠানের সাথে বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বয় সাধণের মাধ্যমে কাজ করতে হবে। এছাড়া সঠিক ভ্যালু চেইন নির্ধারণের মাধ্যমে দ্রুত পচনশীল কৃষিপণ্য যেন মানুষের কাছে তাজা অবস্থায় পৌঁছায় তা নিশ্চিত করতে বাজার ব্যবস্থার দিকেও মনযোগ বাড়াতে হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক ও বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের চিফ সায়েন্টিফ অফিসার ড. মোঃ নূরুল আমীন।

সেমিনারে বক্তব্য রাখেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মোঃ আবুবকর সিদ্দীক, বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জের উপ পরিচালক মোহাম্মদ আকতারুজ্জামান।

সেমিনারে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আশরাফুজ্জামান গোলন্দাজ।

সেমিনার শেষে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট কর্তৃক উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের ফার্ম মেশিনারি ও পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ এ পর্যন্ত ৫৫টি কৃষিযন্ত্র উদ্ভাবন করেছে, যা মাঠ পর্যায়ে সফলভাবে ব্যবহৃত হচ্ছে। এসব যন্ত্রপাতি কৃষিকাজে সময় ও শ্রমের সাশ্রয় করার পাশাপাশি উৎপাদন খরচও উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ সেমিনারে অংশ নেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram