ঢাকা
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৮:৩৯
logo
প্রকাশিত : নভেম্বর ৩০, ২০২৪

ভারতের কোন ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় কেউ আসতে পারবে না: উপদেষ্টা আসিফ

মোঃ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা: আমাদের দেশের কিছু রাজনৈতীক দলেরা মনে করে ভারতের আর্শিরবাদ ছাড়া ক্ষমতায় আশা যায় না। এটা অত্যন্ত দুঃখজনক ও কলঙ্কজনক। আপনারা যদি তাই মনে করেন তাহলে আমি বলব শেখ হাসিনার চেয়ে বেশি কারোর উপর এত বেশি আর্শিবাদ ছিল না। তারপরও সে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। তাই কারোর আর্শিবাদের আশায় না থেকে জনগনের ম্যান্ডেট নিয়ে সরকার গঠনের পরিকল্পনা করোন।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে কুমিল্লার নিজ উপজেলা মুরাদনগর সদরের ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগরবাসীর আয়োজিন গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্তবর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এসব কথা বলেন।

এ সময় উপদেষ্টা আসিফ আরো বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা বলেছিলো কুমিল্লা নামে কোন বিভাগ হবে না। তাই আমি বলে যেতে চাই কুমিল্লা বিভাগ হলে কুমিল্লা নামেই বিভাগ হবে। বর্তমান বাংলাদেশ পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যান্তরীন এবং বহির বিশ্বের ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় স্বার্থে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধভাকে কাজ করতে হবে। প্রতিটি মানুষেরই যার যার স্থান থেকে কিছু দায়িত্ব রয়েছে, আমরা যদি সবাই যার যার দায়িত্ব পালন করি এই সরকার সফল হবে ইনশাআল্লাহ।

এ সময় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ভাই কাজী শাহ্ জুন্নুন বসরি, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ তৌফিক আহম্মেদ মীর, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহি উদ্দিন অঞ্জন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার পিতা বিল্লাল হোসেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নূরুল মোমেন খাঁন, মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর আ ন ম ইলিয়াছ, সাবেক আমীর মনসুর মিয়া, উপজেলা হেফাজত ইসলাম বাংলাদেশের নেতা মুফতি সাদেকুল ইসলাম, উপজেলার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মজিবুল ইসলাম, ব্যারিস্টার নাছির আলম, জাহের মুন্সী, মনিরুল হক জজ, মিনহাজুল ইসলাম, এডভোকেট ওবায়দুল্লাহ হক, কামরুল হাছান, সমন্বয়ক তরিকুল ইসলাম প্রমূখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram