ওসমান হারুনী, ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে ভাসমান আব্দুল হাই(৬০) নামে এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার হয়েছে। নিহত আব্দুল হাই ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়নের শশারিয়াবাড়ী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। সে পার্থশী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
স্হানীয়রা জানান, শুক্রবার রাত ৯টার দিকে আব্দুল হাই নিজ বাড়ি থেকে বের হন। গভীর রাত হলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে বহু খোঁজাখুঁজি করে। শনিবার সকাল ১০টার দিকে ইসলামপুরের সাপধরি ইউনিয়নের যমুনার দুর্গম চর প্রজাপতি এলাকা যমুনা নদীতে ভাসমান অবস্থায় আব্দুল হাইয়ের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নৌ-থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এব্যাপারে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ জানান, লাশ উদ্ধার করে নৌ-থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে মৃত আব্দুল হাইয়ের গলায় মাফলার পেঁচানো ছিলো বিধায় তাকে শ্বাসরোধ করে হত্যা করে কেউ নদীতে ফেলতে পারে।