শহিদ জয়, যশোর: যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দায়িত্বভার ব্যবসায়ীদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ এক যুগ পর (১২ বছর) শনিবার রাত ৯টার দিকে যশোর ক্লাব মিলনায়তনে নবনির্বাচিত পর্ষদ সদস্যদের পরিচিতি ও কার্যভার হস্তান্তর অনুষ্ঠানে ব্যবসায়ীদের কাছে সংগঠনের দায়িত্বভার দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও সংগঠনের প্রশাসক এস এম শাহীন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জিয়াউদ্দীন আহম্মেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, চেম্বারের নবনির্বাচিত সভাপতি মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসূল, সংগঠনের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান প্রমুখ।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন, যশোর সম্ভাবনাময় বাণিজ্যিক শহর। কিন্তু এতোদিন চেম্বার কার্যকর থাকায় বিনিয়োগকারীরা এই শহরে বিনিয়োগে আকৃষ্ট হয়নি। এখন চেম্বারের পৃষ্ঠপোষকতায় ব্যবসায়ীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, বুদ্ধি-পরামর্শ দিয়ে ব্যবসা বাণিজ্য এগিয়ে নেওয়া হবে।
২০১১ সালের ১৬ এপ্রিল যশোর চেম্বারের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জেলা বিএনপির তৎকালীন যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের নেতৃত্বাধীন প্যানেল জয়ী হয়। ২০১৪ সালের ২৩ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। কিন্তু আওয়ামী লীগ ঘরণার ব্যবসায়ীদের কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়। এরপর ২০১৪ সালের ১ ডিসেম্বর চেম্বারে প্রশাসক নিয়োগ করা হয়।
বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাবের কারণে গত এক যুগ ধরে যশোর চেম্বারের নির্বাচন হয়নি। ১০ বছর ধরে প্রশাসক নিয়োগ করে ব্যবসায়িদের এই শীর্ষ সংগঠনটির কার্যক্রম চালিয়ে নেওয়া হয়। সর্বশেষ সরকার পরিবর্তনের পর গত ১৫ সেপ্টেম্বর তফশিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সিনিয়র সহকারী কমিশনার আনোয়ার হোসেন। ৩০ নভেম্বর ছিল ভোট গ্রহণের দিন। গত ২৬ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মিজানুর রহমান খানের নেতৃত্ব প্যানেল মনোনয়ন দাখিল করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়।