মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে অর্থনৈতিক শুমারি ২০২৪ এর মূল শুমারির ইউসিসি, জোনাল অফিসার ও আইটি সুপারভাইজারগণের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
রোববার দিনব্যাপী বেগমগঞ্জ উপজেলার কালচারাল একাডেমিতে অর্থনৈতিক শুমারি ২০২৪ প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালযয়ের অধীনে নোয়াখালীর ডিসিসি-২ ও এসও, বিবিএস, ঢাকা ও জেলা শুমারি সমন্বয়কারী সভাপতি শাহ মোহাম্মদ মনজুর কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বিবিএস, ঢাকা বিবিএস এর পরিসংখ্যান অফিসার আমীর মোহাম্মদ ইমন, নোয়াখালী জেলার সোনাইমুড়ী পরিসংখ্যান অফিসার মো. শহীদ উদ্দীন, কোম্পানীগঞ্জ উপজেলার পরিসংখ্যান অফিসার অজিত কুমার রায়, চাটখিল উপজেলার পরিসংখ্যান অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এইবারে প্রথম ট্যাবের মাধ্যমে ‘ক্যাপি’ পদ্ধতিতে এই শুমারির তথ্য সংগ্রহ করা হবে। সেখান থেকে এবং এর বাইরে থেকেও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। এবার শুমারিতে প্রথমবারের মতো দেশে কয়েকজন বিদেশি কর্মী নিয়োজিত রয়েছেন, তারা কোন ধরনের প্রতিষ্ঠানে কোন ধরনের পদে কত জন কর্মরত আছেন এবং এদের নারী-পুরুষ কত জন সেসব তথ্য তুলে ধরা হবে।
এছাড়াও অর্থনৈতিক শুমারি ২০২৪ এর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো ও প্রবণতা সম্পর্কে সঠিক ও আপডেটেড তথ্য পাওয়া সম্ভব হবে। যা দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।