মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: ‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে নিরাপদ সড়ক চাই এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয় সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলনে কক্ষে নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি নূর ই আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি, জেলা বিএনপি’র আহবায়ক গোলজার হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন, অফিসার ইনচার্জ (ট্রাফিক বিভাগ) জামিরুল ইসলাম, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম শামস্ মতিন, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সহ-সভাপতি আব্দুল আলিম, সহ-সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি মিনহাজুল ইসলাম মানিক প্রমুখ।
আলোচনা সভায় রেড ক্রিসেন্ট, স্কাউট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করে। সভায় বক্তারা যানজট নিরসনে এক রাস্তার শহর জয়পুরহাটে অতিরিক্ত যানবাহন নিয়ন্ত্রণ, বাহিরের যানবাহন শহরের ভিতরে প্রবেশ না করতে দেওয়া, ফুটপাত দখল মুক্ত রাখা এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারকরণ সহ ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে জনসচেতনা বৃদ্ধির বিষয়ে পদক্ষেপ গ্রহণে আহবান জানান।