শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লার তিতাসে প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডের সময় এক যুবলীগ নেতার ভিডিও ভাইরাল হয়েছে। এ সময় ওই নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। আটককৃত আশিকুর রহমান উপজেলা সাতানি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৮নং ওয়ার্ডের বর্তমান মেম্বার।
ঘটনাটি ঘটেছে শনিবার রাত পৌনে ১২ টার দিকে উপজেলার সাতানী ইউনিয়নের প্রবাসী জাহাঙ্গীর আলমের বাড়িতে। ভাইরালকৃত ভিডিওতে দেখা যায়, আশিক ও একই গ্রামের প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রীকে এক সাথে অনৈতিক কর্মাবস্থায় হাতেনাতে ধরে চেয়ারের সাথে বেধে গণধোলাই দিচ্ছে এলাকাবাসী। ওই ভিডিও মূহুর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানী জানান, আশিক ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘ ষোল বছর ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। এলাকায় রাস্তাঘাট, মসজিদ, কবরস্থানের নামে বরাদ্দ নিয়ে কাজ না করে সেই টাকা উত্তোলন করে আত্মসাৎ করার কাঁড়ি কাঁড়ি অভিযোগ তার বিরুদ্ধে। জমি কেনাবেচা ও নতুন ঘর বাড়ি নির্মাণ করলেও চাঁদা দিতে হতো তাকে। এছাড়া এলাকার অসহায় গরীব ও নিরীহ মানুষের কাছ থেকে ভিজিড কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সরকারি বিভিন্ন ভাতা কার্ড করে দিবে বলেও টাকা নেয়ার বিস্তর অভিযোগ আশিকের বিরুদ্ধে। তাছাড়া এলাকার নিরীহ ও নিরপরাধ ব্যক্তি বিভিন্ন ধরনের মামলায় ফাঁসিয়ে ফায়দা লুটতো। তার অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করলে মামলা জড়িয়ে দিত আশিক।
এ ব্যাপারে তিতাস থানা অফিসার ইনচার্জ মামুনুর রশীদ বলেন, ৫ আগষ্ট নাশকতা মামলার আসামি আটক করা হয়েছে এমন খবর শুনে আমরা আশিক নামের একজনকে আটক করে আদালতে প্রেরণ করেছি। আর আপত্তিকর অবস্থায় পাকড়াওয়ের বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।