একে মিলন, সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামী কর্তৃক স্ত্রী’কে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। নিহত নারীর নাম রাকিবা বিবি (২২)।
রবিবার সকালে গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামে এমন হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। ঘাতক স্বামীর নাম সাইদী চৌধুরী (২৩)। খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক স্বামীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সকাল ৭টায় গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামের আকলুস মিয়া চৌধুরী’র ছেলে সাইদী চৌধুরী (২১) তার বসতঘরে স্ত্রী রাকিবা বিবি’র সাথে পারিবারিক কলহের এক পর্যায়ে তার স্ত্রীকে গলায় বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার ঘটনা ঘটায়। তাৎক্ষনিক আশপাশের লোকজন টের পেয়ে উপস্থিত হয় এবং রাকিবা বিবিকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবা বিবি (২২) কে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হক হত্যাকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় জড়িত সন্দেহে তার স্বামী সাইদী চৌধুরীকে আটক করা হয়েছে। বর্তমানে সে থানা হেফাজতে আছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।