ঢাকা
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১২:৫৮
logo
প্রকাশিত : ডিসেম্বর ১, ২০২৪

ফেসবুক জেনারেশন নয়, আমাদের নলেজ এ্যাবল জেনারেশন দরকার: ডা: জাহিদ হোসেন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: শিক্ষা ক্ষেত্রে বেহাল দশা, শিক্ষার্থীদের একটি অংশ সারারাত পড়াশোনার নাম করে ফেসবুক ব্যবহার করে এমন আশংকা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেন বলেছেন, "ফেসবুক জেনারেশন দিয়ে আমাদের চলবে না, আমাদের নলেজ এ্যাবল জেনারেশন দরকার"।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক ও ব্যবসায়ীদের সাথে উপজেলা বিএনপির এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

ডা: জাহিদ বলেন, আমাদের সন্তানরা রাত জেগে কি করতেছে, পড়াশোনা করছে না ফেসবুক করছে? তা শিক্ষকদের জানার কোন সুযোগ নেই, এটি জানবে অভিভাবকরা, এজন্য অভিভাবকদের সচেতন হতে ও সন্তানদের প্রকৃত পক্ষে জ্ঞানী হবার পরামর্শ দেন তিনি।

গেল সরকারের ভোট কারচুপির বিষয় উল্লেখ করে উপস্থিত শিক্ষকদের উদ্যেশ্য করে ডা: জাহিদ হোসেন বলেন, "আপনাদের দিয়ে জোর করে দিনের ভোট রাতে করিয়েছে, বিনা ভোটে নির্বাচন করেছে, মানুষ ভোট দিতে যায় নাই তারপরও জোর করে শীটে সই করিয়েছে। তাতে শেষ রক্ষা হলো! হলো না। আপনাদের অনেকেই মনে মনে কষ্ট পেয়েছেন, এছাড়া আপনার কোন উপায় ছিল না। কারন আপনি মজলুম, আপনাকে জোর করে করানো হয়েছে, তা না হলে আপনার চাকরি চলে যেত, না হয় শারীরিক নির্যাতনের শিকার হতে হত। তাই এসব থেকে বাঁচতে আপনাকে এমন অন্যায় করতে হয়েছে। এজন্য আল্লাহ তায়ালা হয়তো মাফ করে দিতেও পারে বলে মন্তব্য করেন তিনি।

শিক্ষকদের উদ্যেশ্য করে ডা: জাহিদ বলেন, আমার দলের ছেলেরা যদি আপনাদের কাছে কোন ভুলত্রুটি করে থাকে, আমি তাদের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। যারা এমন কাজ করেছেন তাদের বলব, ভাই আর করবেন না, যদি করেন তাহলে আমরা আমাদের মত চলব, আপনারা আপনাদের মত চলবেন।

আগামী নির্বাচন বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ জাহিদ হোসেন বলেন, নির্বাচন কে টার্গেট করে আমি আপনাদের সাথে কথা বলতেছি এটা কিন্তু আমার টার্গেট না। কারন আমার দিনাজপুর থেকে নির্বাচন করতে হবে তার কোন গ্যারান্টি নেই, নির্বাচন করব কিনা তারও কোন গ্যারান্টি নেই। আমি রাজনীতি করি, রাজনীতিতে নির্বাচন করতেই হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। আমার অনেক কাজ থাকতে পারে, আমি ঐ পর্যন্ত জীবিত নাও থাকতে পারি বলেও মন্তব্য করেন তিনি ।

নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, সাবেক উপজেলার চেয়ারম্যান মকবুলার রহমান গোর্কি, বি. হরিনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মতিহারা দ্বীমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওশিকুর ইসলাম, নবাবগঞ্জ বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফায়েল হোসেন ডাব্লিউ, রাঘবিন্দপুর মাদ্রাসার শিক্ষক মোঃ আইয়ুব আলী, হাফেজ মাওলানা মোঃ রফিকুল ইসলাম, নবাবগঞ্জ কারিগরি কলেজের অধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল সবুজ, অধ্যক্ষ বিপ্লব কুমার সরকার, ব্যবসায়ী মওলানা শাহাদাত হোসেন, দাউদপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুর রহমান, নবাবগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মনজুরুল কাদির শিমুল ও রংপুর বিভাগীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার সাহা প্রমুখ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ নজরুল ইসলাম ফতে, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আতিকুল ইসলাম রাজা সহ জেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ আবু তাহের ক্বারী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মশিউদ দৌলা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মোক্তাদির হোসেন বকুল ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সাজ্জাদ আল মামুন প্রমুখ।

সভায় দলীয় সংগীত পরিবেশন করেন জাসাস এর সাবেক সভাপতি মোঃ আব্দুল মোন্নাফ ও নিজের লেখা সংগীত পরিবেশন করেন শাহিনুর ইসলাম।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram