মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার ভান্ডারী পাড়া নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় সবেদ আলী (৮০) নামে এক পথচারী নিহত হয়েছে বলে জানা গেছে। নিহত ব্যক্তি ভান্ডারী পাড়া গ্রামের মৃত জাকের আলী শেখের ছেলে।
স্থানীয় মুকুল হোসেন নামের এক ব্যক্তি জানান, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে তার নাতি নিয়ে ভান্ডারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় বকশিপুর থেকে একটি মোটরসাইকেল এসে পিছন থেকে ধাক্কা দিলে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, ভান্ডারী পাড়া গ্রামে সবেদ আলী নামের এক ব্যক্তি মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।