হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফা লাভের কারণে দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব এর আয়োজনে সোমবার (২ ডিসেম্বর) নড়াইল জেলা জজ আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ও বক্তব্য দেন নড়াইল জেলা ক্যাব এর সভাপতি ও নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম মাওলানা শফিউল্লাহ। আরো বক্তব্য দেন ক্যাব এর নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব বিল্লাহ প্রমূখ।
বক্তারা বলেন, দুর্নীতিবাজ ব্যবসায়ীরা পরস্পর যোগসাজোশে কারসাজি করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে নিজেরা লাভবান হচ্ছেন। অতিরিক্ত মুনাফা লাভের আশায় তারা অস্বাভাবিকভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে নিজেরা লাভবান হচ্ছেন। চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ জনগণ। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া জরুরি, অন্যথায় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।