শেখ দীন মাহমুদ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার কপিলমুনিতে যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল আসামি খালাস পাওয়ায় উপজেলা যুবদলের আহবায়ক তহিদুজ্জামান মুকুলের নেতৃত্বে উক্ত আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
সোমবার (০২ ডিসেম্বর) বেলা ১২টায় মিছিলটি কপিলমুনি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পাইকগাছা-খুলনা সড়কের চৌরাস্তা মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোলাদানা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও বিএনপি নেতা এস এম এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ, সাবেক বিএনপি নেতা শেখ ইমাদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইমরান সরদার, মোঃ ইব্রাহিম গাজী, জি এম রুস্তম, জি এম আনারুল ইসলাম, যুবদল নেতা শেখ আবু তালেব, ফয়সাল সানি, শেখ ইকবাল হোসেন, সাংবাদিক ও উপজেলা যুবদল নেতা আমিনুল ইসলাম বজলু, মোঃ জাহিদুর রহমান লিটন, এস কে বাবু, সাইদুর রহমান তুহিন, লতিফ সরদার, বিশ্বজিৎ সাধু, মোঃ সাদ্দাম হোসেন গাজী, শেখ বিল্লাল হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক, হারুন অর রশিদ, আজিজুল গোলদার, আলতাপ গাজী, মোঃ আছাবুর, মিনারুল ইসলাম মিন্টু, আব্দুর রউফ, মোঃ মনিরুল ইসলাম, অলিউল্লাহ গাজী, শেখ আব্দুল কাদের, আব্দুল্লা মোড়ল, মোস্তফা গাজী, রানা মোড়ল, ইমরান হোসেন, ইকবাল হাসান, রাসেল, বাচ্চু, আসলাম পারভেজ, বিল্লাল গাজী, আশরাফুল আলম, শাহিন গাজী, হারুন গাজী, সবুজ গাজী, রুলামিন হাওলাদার, আবু বক্কর গাজী, মিঠুন বিশ্বাস, হোসেন মল্লিক, বাবু ঘোষ, আশরাফুল সরদার, শাহিন গাইন, শামিম গোলদার, আরিউল্লাহ সরদার, রুলামিন বিশ্বাস, রাসেল রুমি, শফিকুল ইসলাম শান্ত, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, রাজু, রিপন শেখ, খায়রুল ইসলাম, আশরাফুল মোড়ল, আসিফ সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন গুলোর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পথসভার সংক্ষিপ্ত বক্তৃতায় নেতৃবৃন্দরা বলেন, বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামিদের হাইকোর্টের খালাস দেওয়ার মধ্যদিয়ে দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হলো। তাড়াছা আওয়ামীলীগ ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সকলকে অভিযুক্ত করেছিল।
প্রসঙ্গত, গত রোববার বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ উক্ত রায় ঘোষণা করেন।