হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ২৫ কেজি ভারতীয় গাঁজাসহ দুইজনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া গ্রামের মৃত মতি মিয়ার ছেলে মোঃ মাসুদ (৩৬) ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গুচ্ছগ্রামের মোঃ রাসেল মিয়ার স্ত্রী মিনারা খাতুন (১৮)।
সোমবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ইমদাদুল বারী খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেন।
এর আগে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ গুইবিল বিওপির টহল দল কর্তৃক চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে জেলার চুনারুঘাট উপজেলার পূর্ব ইকরতলি নামক স্থান থেকে সিএনজি চালিত অটোরিকশা থেকে ওই পরিমাণ গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। মামলা দায়ের করে আটককৃতদেরকে সিএনজিসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।