মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনার মধ্য দিয়ে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শহরের সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের সামনে থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, এম ডি পি ও ডি সহ বিভিন্ন প্রতিবন্ধী সংস্থার প্রতিবন্ধীরা অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের বেউথা সড়ক ঘুরে মানিকগঞ্জ সরকারি সমন্বিত অফিস ভবন চত্বরে শেষ হয়ে সমন্বিত ভবনের মাল্টিপারপাস হল রুমে আলোচনা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মানেয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা শুক্লা সরকার, মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মাছুদুল হক, প্রতিবন্ধী জাহিদুল ইসলাম, সফল প্রতিবন্ধী কাবেরী সুলতানা জ্যোতি, মাহফুজা আক্তার মুন্নী প্রমুখ।
সভায় শতাধিক প্রতিবন্ধী-অভিভবাকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করা হয়।