ঢাকা
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৩:০৬
logo
প্রকাশিত : ডিসেম্বর ৩, ২০২৪

সুনামগঞ্জে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি'র কর্মী সভা অনুষ্ঠিত

একে মিলন, সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি'র উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে জেলা শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির তৃণমূলের হাজারো নেতাকর্মী অংশগ্রহন করেন।

সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপি'র আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, অ্যাড. মল্লিক মঈনুদ্দিন সোহেল, অ্যাড. শেরেনুর আলী, সেলিম আহমদ, নাদের আহমদ,রেজাউল হক, আকবর আলী, ফারুক আহমদ, আতম মিসবাহ, আনসার উদ্দিন, জসিম উদ্দিন লালা, ব্যারিস্টার আবিদুল হক, এ্যাড. জিয়াউর রহিম শাহীন, রাকিবুল হাসান দিলু।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আলহাজ্জ্ব আলী নুর, জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. উছমানগণী, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল লতিফ, জুবায়ের আহমদ, ইউপি সদস্য ফিরোজ মিয়া, সাবেক ইউপি সদস্য খসরু মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল আউয়াল প্রমূখ। সভায় সদর উপজেলার ৯ ইউনিয়নের এবং সুনামগঞ্জ পৌরসভার বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দরা বলেন, দীর্ঘ ১৬টি বছর স্বৈরাচারী কায়দায় ফ্যাসিস্ট শেখ হাসিনার ভোটারবিহীন সরকার দেশে ভিন্নমতের মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। দেশের জনগণ গত পনের বছরে যতগুলো স্থানীয় নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে ভোট দিতে পারেননি। এই নির্বাচনগুলো ছিল আইওয়াশ, তারা দিনের ভোট রাতেই দিয়ে ভোটের বাক্স ভরে রাখত।

তারা উন্নয়নের নামে দেশের জনগণের হাজারো লক্ষকোটি টাকা বিদেশে পাচার করে একেক জন আঙ্গুল ফুলে গলাগাছ বনেছেন। আওয়ামীলীগের এই দীর্ঘ শাসনামলে জালিম সরকার হাজার হাজার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও গুম খৃুনের রাজনীতি করেছে। কিন্তু গত ৫ই আগষ্ট ছাত্রজনতার গণআন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পার্শবর্তী দেশ ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। এখন ভারতের মাটিতে বসে বর্তমান বিজেপি সরকারের ছত্রছায়ায় শেখ হাসিনা বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে একের পর এক ইন্দন দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পায়ঁতারাঁ করছে।

বক্তারা সম্প্রতি ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনে উগ্রবাদী সস্ত্রাসী কর্তৃক হামলা ও ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে এই সমস্ত চক্রান্ত ও ষড়যন্ত্র বন্ধ করতে বর্তমান অন্তর্বর্তী সরকারকে আরো কঠোর ভূমিকা রাখার আহবান জানান। তারা বলেন, এই হাওর বেস্টিত জেলা সুনামগঞ্জের তৃণমূল মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে প্রতিটি ওয়ার্ড থেকে ইউনিয়ন, উপজেলা থেকে জেলা কমিটিতে ত্যাগী দুর্দিনে মাঠে ঘাটে থেকে জেল জুলুম ও অত্যাচার নির্যাতন সহ্য করে দলকে ভালাবেসে যারা ত্যাগ শিকার করেছেন সেই সমস্ত ত্যাগী নেতাদের প্রতিটি কমিটিতে অন্তর্ভুক্ত করে তাদের মূল্যায়ন করা হবে বলে কর্মী সভায় নেতারা উপস্থিত হাজারো নেতাকর্মীদের আশ্বস্থ করেন।

পরে ভারতে বাংলাদেশী হাই কমিশনে হামলা ও ভাংচুরের ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্টেশনে বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram