চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ফজলু (৬৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত ফজলু জেলার সদর উপজেলার মহারাজপুর গোয়ালটুলি গ্রামের মৃত সাজ্জাত মন্ডলের ছেলে।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের লালাপাড়ায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইস উদ্দিন জানান, দুপুর আড়াইটার দিকে লালাপাড়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ফজলু। এসময় একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ফজুলকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন।