শহিদ জয়, যশোর: ‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে যশোরের শার্শার নাভারণে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় যশোরের শার্শা ইউনিয়ন কাউন্সিল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার কাউন্সিল কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে শার্শা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০০ জন প্রতিবন্ধীদের মধ্যে বিভিন্ন উপকরণ ও খাবার বিতরণ করেন।
পরে প্রতিবন্ধী সম্মেলনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল আলম সদস্য শার্শা উপজেলা বিএনপি, তৌহিদুল ইসলাম উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, আহসান হাবীব খোকন লক্ষনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও শার্শা ইউনিয়ন কাউন্সিলের সচিব ও প্রশাসক মাহবুবুর রহমান প্রমুখ।
শার্শা ইউনিয়ন কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা কেন্দ্রের সহযোগিতায় শার্শা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।