মোঃ আলমগীর মিয়া, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে প্রায় ২০টি স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোসারফ হোসাইন ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মনিরা কায়ছান এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে সদর ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে সরকারি খাস জায়গা দখলদার থেকে উদ্ধার করা হয়। এ সময় সরাইল থানার এস আই লুৎফুর রহমান সংগীয় ফোর্স নিয়ে অভিযানে অংশগ্রহণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার ও বাজার কমিটির সেক্রেটারী মোঃ বাবুল মিয়া প্রমুখ।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোসারফ হোসাইন বলেন, সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।