তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: ৪ ডিসেম্বর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী পরবর্তী উপজেলা পরিষদ হল রুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাসেম।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, ওসি তদন্ত শহিদুল, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, ডাঃ শফিকুল ইসলাম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ, উঃ শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলী হায়দার, বীর মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম(বাঘা), হারুনুর রশিদ, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রুকন উদ্দিন, জামায়াত নেতা মোঃ সফিকুল ইসলাম, সমাজ সেবক আবুল হোসেন, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ও কলেজ অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, উপজেলা সাবেক ছাত্রদল সভাপতি মেহেদী হাসান উজ্জ্বল, ছাত্রদল সেক্রেটারি নাসির উজ্জ্বল, শ্রমিক নেতা আব্দুল আলীম ইমতিয়াজ যুবদলের আহ্বায়ক এনামুল হক, যুবদল নেতা তোজাম্মিল হক নাসরুম, ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসনাত রাসেলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, অধ্যক্ষ, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।