লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে জাহানারা এন্ড লতিফর রহমান চ্যারিটেবল ট্রাস্ট এর সহযোগিতায় বিনামূল্যে ৮০জন গরিব ও দুস্থ রোগীর চোখের ছানি অপারেশন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) উপজেলার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ঢাকার মোবাইল আই হসপিটালের সহযোগিতায় এই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ও ট্রাস্টের চেয়াম্যান এডমিরাল আমির আহমেদ মুস্তাফা।
এতে বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের ট্রাস্টি সেলিনা মুস্তফা, ইঞ্জিনিয়ার ড. ইফতেখার রহমান, ডিরেক্টর সোনিয়া হাসান, বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু প্রমূখ।
এ বিষয়ে ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান জানান, ৪ ও ৫ ডিসেম্বর অত্র প্রতিষ্ঠানে একটি আই ক্যাম্প করা হয়। সেখানে এক হাজার ৩৫০ রোগীর চোখ পরীক্ষা করে ১১৫ জনকে অপারেশনের জন্য বাছাই করা হয়। এর মধ্যে ৮০ জনের চোখে অপারেশন করা হয়।