মো: এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি: সাবেক রেলমন্ত্রী, পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি, সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট নূরুল ইসলাম সুজনের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) দীপঙ্কর রায় মিঠু (৩৫) সহ দুইজনকে কেনাবেচা করার সময় ১শ বোতল ফেনসিডিলসহ আটক করেছে ডোমার থানার পুলিশ। পুলিশের ধারণা তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।
বুধবার (৪ ডিসেম্বর) রাতে ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার পৌরসভা এলাকার মন্মমথ রায়ের ছেলে। সে সাবেক রেলমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা দীপঙ্কর রায় মিঠু (৩৫) এবং নীলফামারীর ডোমার উপজেলার দক্ষিণ কেতকীবাড়ি পাঠানপাড়া এলাকার মৃত অলিয়ার রহমানে ছেলে মনছুর আলী (৪০)। দীপঙ্কর রায় মিঠু বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সে গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন।
নীলফামারীর ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ওই এলাকায় মাদক কেনাবেচা চলছে। অভিযানে আমরা ১শ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় আটক দেখানো হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে নীলফামারীর আদালতে পাঠানো হবে।