চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্তে চারজন বাংলাদেশীকে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় ফতেপুর সীমান্তে তাদের আটক করা হয়েছে বলে ৫৩ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আটককৃতরা হলো- মোঃ ফজলুর ছেলে মোঃ নুহ নবী (৩৫), পারুল আলীর ছেলে মোঃ সুমন (৩০), আব্দুল মালেকের ছেলে মোঃ এম (২৬), নুরুল ইসলামের ছেলে মোঃ সুজন শেখ (২৭)।
এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান বলেন, ফতেপুর সীমান্ত পিলার ১৩/১—এস এর নিকট দিয়ে ৪ জন চোরাকারবারীকে ভারত হতে বাংলাদেশে আসতে দেখে টহলরত বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে টহলদল তাদেরকে ধাওয়া করে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গরু ও মাদক চোরাচালানের সাথে জড়িত বলে স্বীকার করেছে।
তিনি আরও বলেন, আটককৃতদের থেকে তল্লাশী করে তাদের ব্যবহৃত ০৪টি মোবাইল ফোন পাওয়া গেছে। তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।