কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত গত রাত দুইটার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনির হাট এলাকায় শহিদ সামাদ টেকনিক্যাল কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সাপাড়া এলাকার আব্দুল গফুর এর ছেলে রশিদুল ইসলাম ও বলদিয়া ইউনিয়নের আবুল ফজল সরকার এর ছেলে ব্যবসায়ী কামাল হোসেন খোকন।
স্বজনরা জানান, রাতে মটরসাইকেল যোগে রংপুরে থেকে ভূরুঙ্গামারী আসার পথে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় রশিদুল ইসলাম। হাসপাতালে নেয়ার পথে মারা যায় খোকন। তবে কিভাবে বা কিসের সাথে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিসের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।