ছায়েদ আহমেদ, হাতিয়া (নোয়াখালী): হাতিয়ার মেঘনা নদীতে নৌকা ডুবির ঘটনায় ২ জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। সাথে থাকা ২ জেলে এখনো নিখোঁজ রয়েছে। এই ঘটনায় ২০ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৩টার দিকে হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।
নিহতরা হলেন আব্দুল হাসেম (৪৫) বুড়িরচর ৯নং ওয়ার্ডের মৃত আব্দুল আলীর ছেলে এবং মো: জুয়েল (২৬)একই এলাকার মো: মোস্তফার ছেলে। তারা সম্পর্কে আপন মামা ভাগিনা।
স্থানীয়রা জানান, বুধবার রাতে ২৪জন জেলে নিয়ে হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে বিন্দী জাল বসানোর জন্য যায় রবিয়ল মাঝির নৌকাটি। আজ (শুক্রবার) ভোরে ডুবো চরের সাথে ধাক্কা লেগে তাদের নৌকাটি উল্টে যায়। ২০জন সাতরিয়ে উপরে উঠলেও ৪জন উঠতে পারেনি। পরে স্থানীয়রা গিয়ে নৌকার ভিতরে থাকা ২জনের লাশ উদ্ধার করে। দেলোয়ার ও ইরান নামে অন্য দুজন এখনো নিখোঁজ রয়েছে ।
এই ঘটনায় নিহত জেলেদের গ্রামের বাড়ি বুড়ির চরের কালির চরে শোকের মাতম চলছে। অসংখ্য মানুষ এসে তাদের বাড়িতে ভীড় করছে।
এই বিষয়ে উপজেলা মৎস্য অফিস এবং নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু কুমার নাথ জানান, ঘটনাটি আমরা শুনেছি। আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। ইতিমধ্যে আমরা মৃত জেলেদের পরিবারে সাথে কথা বলেছি। লাশ দাফনের প্রক্রিয়া চলছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে আমরা চেষ্টা চালচ্ছি।