মোবারক হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তার বয়স আনুমানিক ৪৫ বছর বয়স।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম খেজুর বাগান ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের পূর্ব ভাকুম খেজুর বাগান ব্রিজ সংলগ্ন জ্যাট পেইন্টস কারখানার পিছনে এক ব্যক্তির মরদেহ পরে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা জীবন ফকির। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। মরদেহটির পরনে লুঙ্গি, নীল রঙের শার্ট ও একটি জেকেট ছিল। এছাড়া তার কাছে অটোরিকশার চাবি, একটি বাটন মোবাইল, একটি টর্চ লাইট ও কিছু টাকা পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীদের ধারণা, মরদেহটি একজন অটোরিকশা চালকের হতে পারে। ছিনতাইকারীরা হয়তো চালককে হত্যা করে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে।
সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার উদ্ধার করে ময়না তদন্তের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এখনো তার পরিচয় পাওয়া যায়নি। তার সনাক্ত পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।