তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে বিজিবি। তারা উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া গ্রামের বাসিন্দা।
শুক্রবার (০৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া এলাকায় আফসার উদ্দিনের কয়লা ডিপো থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- বড়ছড়া গ্রামের আলতু মিয়ার ছেলে জালাল মিয়া (২০), আবুল মেকারের ছেলে রাজু মিয়া (২০) ও নুর আহমেদের ছেলে রাসেল মিয়া (২০)।
ট্যাকেরঘাট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোহাম্মদ আব্দুল হান্নান আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আফসার উদ্দিনের পরিত্যাক্ত ডিপোতে অস্ত্র নিয়ে অবস্থান করছে তিন কিশোর, এমন গোপন সংবাদের ভিত্তি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তিনি আরও জানান, অস্ত্র গুলো আমরা চিনতে পারছি না, তবে স্নাইপার জাতীয় হবে। এই বিষয়ে অধিকতর যাচাই বাছাই ও তদন্ত চলছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হচ্ছে।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন এর অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির। তিনি আরও জানান, অস্ত্র গুলোর বিষয়ে এখনি কিছু বলতে পারছি না, তবে ধারণা করছি ইন্ডিয়ান হবে। আটককৃতদের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। তাদের ব্যাটালিয়নে আনা হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।