মেছবাহ উদ্দিন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডে কোম্পানীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে সম্প্রতি দেশের চলমান পরিবেশ পরিস্থিতি নিয়ে একটি সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় অনুষ্ঠিত এই সমাবেশে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল ও বসুরহাট পৌরসভা যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহেদুর রহমান রাজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক নূর হোসেন সীমান্ত, বসুরহাট পৌরসভা যুবদলের সভাপতি ওবায়দুল হক রাফেল
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে সমাজে সম্প্রীতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ মিলেমিশে একত্রে কাজ করলেই শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। সংখ্যালঘু বলতে কোনো সম্প্রদায় নেই। হিন্দু মুসলিম সকলেই আমরা বাঙালি। ইসকন নিয়ে তিনি আরো বলেন, ভারতীয় মিডিয়া বাংলাদেশে একটি সম্প্রদায় দাঙ্গা লাগাতে অপবাচার মূলক সম্প্রচারণ করছে এবং ইসকন কে ব্যবহার করতে চেয়েছে। আপনারা কারো কোন উস্কানিতে কান দেবেন না। আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো।
অনুষ্ঠানের অন্যান্য বক্তারা সম্প্রীতি বজায় রাখতে এবং সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি করার আহ্বান জানান।
এদিকে হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন, আমরা আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত কি বলছে না বলছে তা আমাদের জানার দরকার নাই। ভারতে কোন আমাদের জায়গা জমি নেই, তাই যাওয়ারও কোন প্রশ্ন উঠে না। আমরা এই দেশের নাগরিক এদেশে আছি এবং থাকবো। গত ৫ই আগস্ট এর পর থেকে কোম্পানীগঞ্জ তো দূরের কথা বাংলাদেশের কোথাও কোন সংখ্যালঘুর উপর কোন নির্যাতন হয়নি এবং ভবিষ্যতে হবে না বলেও আমরা আশা করি।
এই আয়োজনের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি যুবদলের মানবিক উদ্যোগের প্রতিফলন ঘটে। এ সময় যুবদলের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের সকল সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।