শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (০৬ ডিসেম্বর) বিকালে কর্ণঝোড়া দাখিল মাদরাসা মাঠে সিংগাবরুনা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ জমশেদ আলীর সভাপতিত্বে এসম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি, শেরপুর-৩ আসনের গণমানুষের নেতা জননেতা নুরুজ্জামান বাদল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আজহারুল ইসলাম মিস্টার, থানা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, ঢাকা মহানগরী দক্ষিণ এর কলাবাগান থানা পশ্চিমের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মোস্তাক, মাওলানা আব্দুল হালিম।
এতে থানা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।