মফিজুল ইসলাম শৈলকুপা( ঝিনাইদহ): শৈলকুপায় আ'লীগের দুইগ্রুপের সংঘর্ষে উভয়পক্ষে মহিলাসহ ৬ জন আহত হয়েছে। হাকিমপুর ইউনিয়নের দোহারো গ্রামে ধানের জমিতে পথ বের করা নিয়ে শনিবার সকালে এই ঘটনাটি ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, দোহার।গ্রামের দাউদ আলী নামের এক ব্যক্তি মাঠে ধান আনার জন্য গাড়ি নিয়ে একই গ্রামের হিয়ার আলীর জমির কাটা ধান সরিয়ে গাড়ি নিতে গেলে হিয়ার আলী নামের এক ব্যক্তি বাধা দেয় । সেই ঘটনাকে। কেন্দ্র করে আওয়ামী নেতা ৭ নং হাতিমপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বোরাক আলীর সাথে আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য মোশাররফ মাতুব্বরের সমর্থকদের মাঝে আজ সকালে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মহিলা সহ উভয় গ্রুপের ৬ব্যক্তি গুরুতর আহত হয়।আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
এ বিষয়ে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বোরাক আলী জানান, মাঠে গাড়িতে ধান আনার পথ বন্ধ করা কে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, দোহারগ্রামে মাঠের ফসল আনার গাড়ির পথ বন্ধ করাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়। এই সংবাদ পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে।