হুমায়ুন কবীর রিন্টু ,নড়াইল থেকে: নড়াইল সদর উপজেলার মাইজপাড়া পাড়া ডিগ্রী কলেজ মাঠে বিশাল কৃষক সমাবেশ হয়েছে।
মাইজপাড়া ইউনিয়ন কৃষক দলের আয়োজনে শনিবার ( ৭ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মাইজপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি এস এম স্বপন বাবলু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি এম জাকারিয়া মাহমুদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মাইজপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা কৃষক দলের আহ্বায়ক নবীর হোসেন।
মাইজপাড়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক এনামুল কবীর এর পরিচালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য দেন জেলা কৃষকদলের সদস্য সচিব এনামুল কবীর চন্দন, নড়াইল সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম বেগ, সদস্য সচিব নিয়াজ আহমদ প্রমূখ।
প্রধান বক্তা এডভোকেট মাহবুব মোর্শেদ জাপল বলেন, বিগত ১৬ বছর ধরে আওয়ামী লীগ এদেশে দুঃসাশন চালিয়েছে। তারা ভারতের অধীনে তাদের কথামতো রাষ্ট্র পরিচালনা করেছে। দেশের উন্নয়নের নামে লুটপাট ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের অপকর্ম স্বাচ্ছন্দে চালিয়ে যেতে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে বছরের পর বছর জেল হাজতে রেখেছে। এদেশের মানুষ আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাদের অন্যায় অবিচারের প্রতিশোধ নিবে।