মানিকভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: শেখ হাসিনা গতবার তত্বাবধায়কের সাথে আতাত করে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার উপদেষ্টা ও সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং চাটখিল-সোনাইমুড়ী আসনের সাবেক এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
গতকাল সন্ধ্যায় সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে ৬ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের আয়োজনে আমিশাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি ও সোনাইমুড়ী উপজেলার ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ফ্রান্স প্রবাসী ফারুক হোসেনের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে বিশাল সংবর্ধনা কালে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের সময় যতবার নির্বাচন হয়েছে ততবারই সাধারণ জনগণ ভোট দিতে পারে নাই এবং ভোটকেন্দ্রে যখন আওয়ামী লীগের লোকজন গিয়েছিল তারাও ভোট দিতে পারে নাই।
তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার খুবই দীর্ঘগতিতে চলছে। দ্রুত দেশ সংস্কার করে নির্বাচন দেওয়ার আহবানও জানান। সেই সাথে বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলেন।
এসময় অনুষ্ঠানে সোনাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল হকের পরিচালনায় নোয়াখালী নারী ও শিশু ট্রাইবুনাল আদালতের পিপি এডভোকেট সেলিম শাহীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মিয়া মাহমুদ হাসান, মাসুদ আলম, বাবলু, লিটন জাহাঙ্গীর, মাসুদ সহ আরো অনেকে। এর আগে দেওয়টি ইউনিয়ন আমেরিকা প্রবাসী আহসান উল্যা মামুনের সংবর্ধনা অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।