চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়ার একলাশপুর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যৃ হয়েছে।
নিহত হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আয়নাল হকের ছেলে আব্দুর রহিম (২৮)।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়ার একলাশপুর থেকে মোটরসাইকেল যোগে আব্দুর রহিম আজ রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ইটভাটা থেকে বাড়ি যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়।