শামসুল হক ভূইয়া, গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আসাদুর রহমান কিরণকে আদালতে তোলা হয়েছে। এ সময় ক্ষুব্ধ জনতা কিরণের ওপর ও তাকে বহনকারী পুলিশের প্রিজনভ্যানে ঝাড়ু, পঁচা ডিম ও জুতা নিক্ষেপ করেছে। রোববার গাজীপুর আদালত প্রাঙ্গনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিরণকে আদালতের হাজতখানায় আনার সময় হাজতখানার সামনে প্রিজনভ্যানটিতে বিক্ষুব্ধ জনতা ঝাড়ুপেটা করে। এ সময় অনেকে পঁচা ডিম ও জুতা নিক্ষেপ করে। তারা ‘খুনি কিরণের ফাঁসি চাই’ বলে স্লোগান দেন। নিরাপত্তাজনিত কারণে পুলিশ দ্রুত তাকে সরিয়ে নেয়।
গাজীপুর বারের আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, ‘বিক্ষুব্ধ জনতা জুতা ও ঝাড়ু পেটা করেছে। পরে কিরণকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর যশোর জেলার সীমান্ত থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হন কিরণ। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের কারণে যশোরের শার্শা থানায় একটি মামলাও হয়। কিরণের নামে টঙ্গী, গাজীপুর ও ঢাকার উত্তরাসহ বিভিন্ন থানায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা, খুন ও আহত করার ঘটনায় ৭টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে দেশে বিদেশে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ ও বিদেশি নাগরিকত্বের অভিযোগ রয়েছে।