ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদীতে হত্যা করে ট্রাঙ্কে লাশ রাখার আলোচিত তপু হত্যা মামলার অন্যতম পলাতক আসামি সোহেল রানা (২২) কে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) মধ্যরাতে গাজীপুরের কাশিমপুর থানার বাগবাড়ি মাদ্রাসা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
আটক সোহেল রানা রাজশাহীর বাঘা উপজেলার চক রাজাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। রোববার সোহেল রানাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম।
তিনি জানান, আলোচিত কিশোর তপুকে হত্যা করে ট্রাঙ্কে ভরে রাখার ঘটনায় ঈশ্বরদী থানার (মামলা নাম্বার ৩৪) অন্যতম পলাতক আসামী ম্যাচ ম্যানেজার মোঃ সোহেল রানা কে গাজীপুর মেট্রোপলিটন এলাকার কাশিমপুরের বাগবাড়ি মাদ্রাসা বাজার এলাকা হতে গ্রেফতার করা হয়। এর আগে গত ২৩ জুন জয়নাল আবেদিন জয় (২০) ও ঈশা খালাশি (১৯) নামে ২ আসামীকে গ্রেফতার করে ঈশ্বরদী থানা পুলিশ। জয় ও ঈশা তপু হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয় এবং হত্যার সাথে সোহেল জড়িত বলে জানায়। হত্যাকান্ডের পর থেকে সোহেল পলাতক ছিল এবং প্রায় ৬ মাস পরে অক্লান্ত প্রচেষ্টায় তাকে গ্রেফতার করা সম্ভব হলো।
উল্লেখ্য, গত ১৫ জুন দুপুরের দিকে কিশোর তপু হোসেন নিখোঁজ হয়। নিখোঁজের সাতদিন পর ২২ জুন রাত দুইটার দিকে ঈশ্বরদী সরকারী কলেজের পেছনে মশুরিয়াপাড়ার অরণ্য ছাত্রাবাসের তিন তলার ৩০৫নং কক্ষের ট্রাঙ্ক থেকে তপুর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকেই থানা পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতার করতে সক্রিয় হয়ে ওঠে।