ঢাকা
১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:০৪
logo
প্রকাশিত : ডিসেম্বর ৮, ২০২৪

মিরসরাইয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পিছিয়ে পড়া একটি গ্রামের নাম সাইবেনীখিল রুপাইধন ত্রিপুরাপাড়া। শীত এলে পর্যাপ্ত শীত নিবারণের পোশাকের অভাববোধ করেন এখানকার পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশুরা। সে অভাব দূর করতে ওদের পরম বন্ধু হয়ে শীতবস্ত্র দিয়ে শিশুদের পাশে দাঁড়িয়েছেন চাইল্ড কেয়ার বাংলাদেশ নামের একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের সাইবেনীখিল রুপাইধন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয়ের অর্ধ শতাধিকেরও বেশি শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করে উষ্ণতার পরশ ছড়ান সংগঠনটি।

শীতবস্ত্র পাওয়া বর্ষা রানী ত্রিপুরা, চমিকা রানী ত্রিপুরা ও শিলা ত্রিপুরা বলেন, দুর্গম পাহাড়ে আমরা বসবাস করি। শীতের সময় এখানে প্রচুর শীত অনুভব হয়। অনেক সময় অতিরিক্ত শীতের জন্য গরম কাপড়ের অভাবে স্কুলেও যেতে পারি না। শীতের আগমুহূর্তে চাইল্ড কেয়ার বাংলাদেশ নামের একটি সংগঠন থেকে আমরাসহ আমাদের পাড়ার অনেক শিশুদের শীতবস্ত্র বিতরণ করেছেন। শীতবস্ত্র পেয়ে আমরা আনন্দিত। আশা করি এই শীতে আমাদের তেমন কষ্ট হবে না।

সংগঠনটির প্রতিষ্ঠাতা এহসান করিম ইমনের সহযোগিতায় ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নূরের নবী, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম ইমন এবং আইয়ুব নবীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠটির কো-চেয়ারম্যান ও পরিচালক তৌফিকুল ইসলাম তপু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত প্রতিভার সভাপতি গোলাম মর্তুজা, আদর্শ বন্ধু ফোরামের সভাপতি দ্বীন মোহাম্মদ, প্রজন্ম মিরসরাইয়ের পরিচালক ওমর ফারুক, উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, মিরসরাইয়ের কনটেন্ট ক্রিয়েটর আবু সাইদ তুহিন ও বিডিক্লিনের সদস্যরা।

স্থানীয় প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরাপাড়া সর্দার উষা ত্রিপুরা, সাইবেনীখিল রুপাইধন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এছাড়াও সংগঠনের কার্যকরী সদস্যদের মধ্যে সহ-সংগঠনিক সম্পাদক সাদিয়া হায়দার, সহ-অর্থ সম্পাদক মনি, প্রচার সম্পাদক মারুফ, ধর্ম বিষয়ক সম্পাদক হান্নান, প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমরান, ক্রীড়া বিষয়ক সম্পাদক আবির, সদস্য আইয়ুব, তাসফিক, অপু, ইয়ামান, সাহিল, তাহসিনাসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের কো-চেয়ারম্যান ও পরিচালক তৌফিকুল ইসলাম তপু বলেন, চাইল্ড কেয়ার বাংলাদেশ এর উদ্যোগে মিরসরাইয়ের পাহাড়ি দুর্গম এলাকায় অবহেলিত ক্ষদ্র নৃ-গোষ্ঠী শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram