বাগেরহাট প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে বাগেরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি কবুতর ও বেলুন উড়িয়ে এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।
পরে দুদক বাগেরহাট এর উপ-পরিচালক মোঃ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে জেলা দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসন সহ সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দুর্নীতি বিরোধী র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।