রাজিবপ্রধান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পারিবারিক কলহের জেরে শিশু সন্তানকে কোলে নিয়ে আত্মহত্যার উদ্দেশ্যে ট্রেনের নিচে ঝাঁপ দেয় গৃহবধূ নাসরিন (৩৫)। ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হলেও স্থানীয়রা জীবিত অবস্থায় শিশুটিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতাল নিলে একপর্যায়ে শিশুটিও মারা যায়। হৃদয়বিদারক এমন মর্মান্তিক ঘটনাটি ঘটে সোমবার সকাল সাড়ে দশটার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের সাতখামাইর রেলওয়ে স্টেশনের উত্তর পাশে।
নিহত নাসরিন আক্তার গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানা এলাকার এনামুল হক বিশ্বাসের মেয়ে। তিনি ময়মনসিংহ জেলার পাগলা থানার টাংগাব এলাকার রাসেল মিয়ার স্ত্রী। তিনি স্বামীর সাথে শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের আমতলী এলাকার আহাম্মদ আলীর বাড়িতে ভাড়া থাকতেন। পারিবারিক কলহের কারণে তিনি এগারো মাসের সন্তান রওজাতুল জান্নাত রাফাকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ওই নারী রেল স্টেশনের পাশে একটি আম গাছের নিচে শিশুকে কোলে নিয়ে বসে মোবাইলে কথা বলছিলেন। এ সময় একটি ট্রেন আসতে দেখে সে মেয়েকে বুকে জড়িয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী মৃত্যু হয় এবং শিশুটি গুরুতর আহত হয়। শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে দুপুরের দিকে হাসপাতালে নেওয়ার পথে ওই শিশুর মৃত্যু হয়।
নিহতের স্বামী রাসেল জানান, তিনি স্থানীয় কালার ফ্যাশন কারখানায় চাকুরী করতেন। কয়েকদিন হলো তার চাকুরী চলে গেছে। মাঝেমধ্যে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি হত। সকাল থেকে নাসরিনকে বাসায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খবর পাই মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে। এবং আমার সন্তানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুবরণ করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার সুসমিতা জানান, সোয়া এগারোটার সময় ওই শিশুকে হাসপাতালে আনা হয়। তার মাথায় গুরুত্বর আঘাত ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার সাইদুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ গামী কমিউটার ট্রেনটি সকাল দশটা বাইশ মিনিটে শ্রীপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায়।সাড়ে দশটার দিকে সাতখামাইর রেলওয়ে স্টেশন এলাকাই এক নারী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। গাজীপুর রেলওয়ে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।