তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: ১৬ বছর পর সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার পরিষদ চত্বরে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী। এসময় তিনি বলেন, পকেট কমিটি নয়, বিএনপির সাচ্চা লোক দিয়ে কমিটি গঠন করা হবে। কোনো স্বজনপ্রীতি করা হবে না। বিগত দিনে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, নির্যাতিত হয়েছে, মামলা হামলার শিকার হয়েছেন, তাদের কে মূল্যায়ন করা হবে। তাই যোগ্য ব্যক্তিকে তাদের যোগ্যতার বিবেচনা আর নেতা তৈরী করে নেতৃত্ব দিতে আপনারাই ঠিক করবেন কাকে দিয়ে দলের উন্নয়ন আর আপনাদের মঙ্গল হবে।
কর্মী সভায় নেতা কর্মীগণ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের যোগ্য, পরিচ্ছন্ন ও জনপ্রিয় বিএনপির নিবেদিত ব্যক্তিকে দিয়ে কমিটি গঠনের জন্য আহবান জানান।
সভায় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডঃ নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও সুনামগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, জেলা আহবায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক, সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নজির হোসেনের স্ত্রী সালমা নজির প্রমুখ।