চাঁপাইনবাবগঞ্জ প্ৰতিনিধি: চাঁপাইনবাবগঞ্জেৱ শিবগঞ্জ ও গোমস্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহালাবাড়ি ও গোমস্তাপুরে উপজেলার বংপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাগের ইউনিয়নের এলাকার মিজানুর রহমান (৪৫) ও তাঁর ছেলে সাগর (২০) এবং গোমস্তাপুর উপজেলার রহনপর ইউনিয়নের পাথরপূজা এলাকার মৃত. খোদা বক্সের ছেলে বাবর (২৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সোমবার দুপুর সোয়া ২ টার সময় সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুরে বহালাবাড়ি এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় মিজানুর ও তার ছেলে সাগর।
এদিকে বিকেল ৩ টার দিকে গোমস্তাপুরের রহনপুর-আড্ডা সড়কের বংপুর এলাকায় খড় বোঝাই একটি ট্রাকের ধাক্কায় ভ্যান চালক বাবরের মৃত্যু হয়।
উভয় থানার ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা আরও জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।