রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ঝুলন্ত অবস্থায় আব্দুর রহিম (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে সাতকানিয়া থানা পুলিশ। রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১০ টার সময় কাঞ্চনা ৫নং ওয়ার্ড কাদেরী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আব্দুর রহিম (১৮)। সে সিলেট জকিগঞ্জ থানার কলাছড়া ইউনিয়নের বাসিন্দা আলিফ উদ্দীনের ছেলে। রাজমিস্ত্রী কাজে সে কাঞ্চনা কাদেরী বাড়িতে ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহিম সাতকানিয়ার কাঞ্চনা কাদেরী বাড়ির দিদুদের বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতেন। রবিবার (৮ ডিসেম্বর) সকালে শরীর খারাপ বলে কাজে যায়নি। পরে ফোনে প্রেমিকার সাথে ঝগড়া করে একপর্যায়ে রুমের মধ্যে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।
স্থানীয় ইউপি সদস্য শহীদুল্লাহ জানান, সকালে ফোনে কার সাথে ঝগড়া করে সবার সামনে মোবাইল ছুড়ে মেরে ভেঙ্গে ফেলে। পরে ঘরের মধ্যে ফ্যানের বাঁকানো হুকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেয়।
সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানা যায়নি, তবে প্রেমের সমস্যা থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় নিহত হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।