ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচ-কাজিরহাট নৌ পথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে করে দুই ঘাট এলাকায় পারাপাররত অর্ধশতাধিক ছোট-বড় পণ্যবাহী যানবাহন অপেক্ষা করছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপব্যবস্থাপক নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'ঘন কুয়াশার কারণে ঝুকি এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ পথটি সকাল ছয়টা এবং আরিচা-কাজিরহাট নৌ পথটিতে ভোর পাঁচটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। দুটি ঘাটে প্রায় অর্ধশতাধিক ছোট-বড় পণ্যবাহী যানবাহন অপেক্ষা করছে। আবহাওয়ার পরিস্থিতি উন্নতি হলে ফেরি চলাচল শুরু করবে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ১২টি ও আরিচা-কাজিরহাট রুটে ৫টি ফেরি চলাচল করবে।'