সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে নানা আয়োজনে "আমাদের অধিকার, আমাদের ভবিষ্যত এখনই" প্রতিপাদ্য কে সামনে রেখে ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে সোনাগাজী পৌর-শহরের জিরোপয়েন্টে মানবাধিকার কর্মী, শিক্ষক, সাংবাদিক ব্যাবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণের অংশ গ্রহনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি সার্জেন্ট (অব.) মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টার।
বিশেষ অতিথি ছিলেন সংস্থার কেন্দ্রীয় সিনিয়র সহকারি পরিচালক ও বিএফ কমার্শিয়াল লিমিটেডের চেয়ারম্যান কবির আহমদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মোস্তফা, সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন, উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মুফতি আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল আলম, কুয়েত সাংবাদিক ফোরামের সভাপতি নাছির উদ্দিন খোকন, সংস্থার কেন্দ্রীয় প্রতিবেদক, সোনাগাজী আল হেলাল একাডেমীর সহকারি প্রধান শিক্ষক আবদুল হক, ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাসান মাহমুদ, অবসরপ্রাপ্ত সপ্রাবি'র প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, সোনাগাজী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নুর কাশেম চানধন ও উপজেলা বিএনপি নেতা খোরশেদ আলম।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সংস্থার জেলা প্রতিবেদক খুরশিদ আলম, লেন্স কর্পোরাল (অব.) নুরুল আফছার, মানবাধিকার কর্মী জসিম উদ্দিন, সাংবাদিক এস.এন আবছার, সালাহ উদ্দিন, বাহার উল্লাহ বাহার, প্রবাসী আবুল বশর, আবু ইউসুফ খোকন, এনামুল হক, মাস্টার জয়নাল আবেদীন, হাজী জসিমুল হক, যুবদল নেতা আকবর হোসেন সুমন, বেলায়েত হোসেন মিলন।