মো. নজরুল ইসলাম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে কাইয়ুম (৫৫), নাজিম উদ্দিন (৪০) ও নাছির উদ্দিন (৪০) নামে তিন ডাকাতকে গ্রেফতার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ।
গ্রেফতারকৃত কাইয়ুম উপজেলার ইকুরদিয়া গ্রামের বাসিন্দা সুলেমান মিয়ার ছেলে, নাজিম উদ্দিন মিঠামইন উপজেলার বড়কান্দা গ্রামের বাসিন্দা পাচু মিয়ার ছেলে ও নাছির উদ্দিন বাজিতপুর উপজেলার হুমাইপুর গ্রামের বাসিন্দা আঃ আওয়াল মিয়ার ছেলে।
সূত্র জানায়, সোমবার (৯ ডিসেম্বর) অষ্টগ্রাম উপজেলার চৌদন্ত কাটাগাং এলাকায় ঘন কুয়াশায় আট সদস্যের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি গ্রহণ কালে অষ্টগ্রাম থানার এসআই হুমায়ুন কবীরের নেতৃত্বে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা দায়ের করে মঙ্গলবার (১০ ডিসেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।