স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ার একটি খাল থেকে সতীশ রায় (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার রামশীল গ্রামের শৈলদাহ খাল থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। ঘ
টনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো: মিজানুর রহমান। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
কোটালীপাড়া থানার ওসি মো: আবুল কালাম আজাদ বলেন, গতকাল সোমবার সকালে ধানের বীজতলা তৈরী করার জন্য বাড়ি থেকে বের হন সতীশ রায়। এরপর থেকে বাড়ীতে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি পরিবারের সদস্যরা। পরে মঙ্গলবার পার্শ্ববর্তী বাড়ীর প্রকাশ সরকার ও রমেন সরকার মাছ ধরার জন্য খাল পাড়ে গেলে সতীশ রায়কে ভেসে থাকতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত সতীশ রায় রামশীল ইউনিয়নে শৈলদাহ গ্রামের মৃত প্রভাত রায়ের ছেলে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে এটি হত্যা না অপমৃত্যু। আর এই রিপোর্ট পাওয়ার পরেই আমরা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবো।